শাল্লা প্রতিনিধি-
শাল্লায় স্মার্ট ওয়ার্ক ইন্টারন্যাশনাল নামের একটি এনজিও’রনানা অনিয়ম ও আর্থিক দূর্নীতির প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি পালিতহয়। রবিবার দুপুর বারো টায় উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণেএ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা অজয় তালুকদারের পরিচালনায় ও সীতা রাণী দাসের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. দিপু রঞ্জন দাস বক্তব্য রাখেন। এছাড়াও উক্ত মানববন্ধন অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপজেলা আওয়ামীলীগের মহিলা নেত্রী আলপিনা আক্তার, স্বেচ্ছাসেবক লীগ নেতা এনামুল বারি লেনিন, যুবলীগ নেতা মোঃ ফখরুল ইসলাম, রাফিজুল ইসলাম, ব্যবসায়ী ভানু চক্রবর্তী, সাবেক মহিলা মেম্বর মোছাঃ ফাতেমা, হবিবপুর ইউপি মহিলা মেম্বর মনোয়ারা বেগম, ব্যবসায়ী রন্টু চন্দ্র দাস সহ প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ওই সময় উক্ত মানববন্ধন অনুষ্ঠানে স্মার্ট ওয়ার্ক ইন্টারন্যাশনালের প্রতারণা ও আর্থিক দূর্নীতির স্বীকার উপজেলার বিভিন্ন গ্রামের শত শত মহিলা উপস্থিত ছিলেন। উপস্থিত ভূক্তভোগী মহিলারা তাদের বক্তব্যে বলেন, গত দু’বছর আগে স্মার্ট ওয়ার্ক ইন্টারন্যাশনাল লি: নামের এনজিওটি শাল্লায় কার্যক্রম শুরু করে। শুরুতেই প্রতিষ্ঠানের উপজেলা ইনচার্জ একই উপজেলার শাল্লা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ঝলক চন্দ্র দাস এলাকার গরীব-দু:স্থ পরিবারের সহজ-সরল মহিলাদের টার্গেট করে ফ্রি চিকিৎসা সেবা, গরু-বাছুর, হাঁস-মুরগী, ঘর-বাড়ি, টিউবওয়েল ইত্যাদি পাইয়ে দেবার কথা বলে তাদের এনআইডি কার্ড সংগ্রহ করে এবং ওইসব মহিলাদের কাছ থেকে বিভিন্ন অংকের টাকা ফিস হিসেবে গ্রহণ করে। দীর্ঘদিন অতিবাহিত হলে ওইসব ভূক্তভোগী মহিলারা কোনোকিছু না পাওয়ায় হতাশ হয়ে পড়ে এবং প্রতিষ্টানের দায়িত্বে থাকা ঝলক চন্দ্র দাসের কাছে গেলে ভূক্তভোগীদের কোনো কথা না শুনে তাদেরকে তাড়িয়ে দেয়। ফলে ওইসব ভূক্তভোগী মহিলাদের মনে সন্দেহ সৃষ্টি হলেই উক্ত ঝলক চন্দ্র দাস তাদের সমূহ কাগজপত্র গায়েব করে ফেলে এবং বিভিন্ন সময়ে নানা টালবাহানা শুরু করে। এনিয়ে ইতিমধ্যে উক্ত মানববন্ধন অনুষ্টানের সভাপতি সীতা রাণী দাস স্মার্ট ওয়ার্ক ইন্টারন্যাশনালের নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগও দায়ের করেন। কিন্তু কোনোরূপ কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় ভূক্তভোগীরা মানববন্ধন কর্মসূচি পালন করে।লিখিত অভিযোগের বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেবের মুঠোফোনে কথা হলে তিনি বলেন আমি মিটিংয়ে আছি। পরে কথা বলবো।