বিশ্বম্ভরপুরে ১০ জুয়াড়ি আটক

বিশ্বম্ভরপুর প্রতিনিধি :
বিশ্বম্ভরপুর থানা পুলিশের বিশেষ অভিযানে শক্তিয়ারখলা বাজারে সিজুল হকের মুদি মালের দোকানের ভেতর জুয়ার আসর থেকে ১০ জুয়ারীকে হাতেনাতে ধৃত করেছে থানা পুলিশ । জানা যায়, সিজুল হকের মুদি মালের দোকানের ভেতরে প্রায়ই জুয়ার আসর বসে এবং উঠতি তরুণ যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে এ অবৈধ জুয়া, এরই পরিপ্রেক্ষিতে সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল আলমের নির্দেশে এসআই আব্দুর রহমানের নেতৃত্বে পুলিশের চৌকস টিম ঘটনাস্থল থেকে জুয়া খেলা অবস্থায় নি¤œ বর্ণিত ১০ জনকে আটক করেছে। আটককৃত জুয়ারী ১) মোহাম্মদ রুয়েল মিয়া (৩২) পিতা মৃত আব্দুল আজিজ ২) মোঃ আল্লাদ মিয়া (২৬) পিতা আব্দুর রহিম ৩) মোঃ মুরশিফুল ইসলাম (৩০) পিতা মোঃ কিতাব আলী ৪) মোঃ কবির আহমদ (৩২) পিতাঃ মোহাম্মদ কিতাব আলী ৫) মোঃ আমির উদ্দিন (৩১) পিতা মৃত ওয়াজিদ মিয়া ৬) মোহাম্মদ নুরু আলম (২৮) পিতা মোঃ আক্কাস মিঞা ৭) মোঃ সিজুল (৩৫) পিতা নজরুল ইসলাম ৮) মোঃ হেলাল (৩০) পিতা মৃত আব্দুল ওয়াহিদ ৯) মোহাম্মদ ফরিদ মিয়া (২৮) পিতাঃ মোঃ ইলিয়াস মিয়া ১০) মোহাম্মদ রুকন উদ্দিন (৩০) পিতা মোঃ রজব আলী। ধৃতদের গত বৃহ¯পতিবার দুপুরে বিচারিক কার্যাতে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাদের কারাগারে প্রেরণ করেন। এ ব্যাপারে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) গুলাম কিবরিয়া জানান, মাদক ও জুয়াকে জিরো টলারেন্স ঘোষণা করেছে সরকার ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ থাকায় অত্র থানাধীন সকল জুয়ার আসর বন্ধে তৎপর রয়েছে বিশ্বম্ভরপুর থানা পুলিশ । অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান জুয়া একটি সামাজিক অবক্ষয়ের নাম , এটি একদিকে যেমন যুবসমাজ ধ্বংস করছে, তেমনি এ খেলাকে কেন্দ্র করে নানা অপরাধবোধ জাগ্রত হচ্ছে প্রতিনিয়ত,তাই এটি বন্ধে রয়েছে সরকারের নানা পদক্ষেপ ও নির্দেশ। আমার বাহিনীও রয়েছে সদা তৎপর। এ ব্যাপারে সচেতন মহলে বেশ সারা পড়েছে এবং জুয়া বন্ধে থানা প্রশাসনের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছে বিশ্বম্ভরপুরবাসি।

নিউজটি শেয়ার করুনঃ