তাহিরপুরে জুয়া খেলার সরঞ্জামাদিসহ ৯জুয়ারী গ্রেফতার

তাহিরপুর প্রতিনিধিঃ-
তাহিরপুরে পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জামাদিসহ ৯জুয়ারীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানাযায়, শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কুকুরকান্দি গ্রামের আবুল কালামের দোকানে অফিসার ইনচার্জের নির্দেশক্রমে এসআই
শাহাদাত হোসাইন, এএসআই সাইফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তাস দিয়ে জুয়া খেলা অবস্থায় উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কুকুরকান্দি গ্রামের মৃত উম্বর আলীর ছেলে আবুল কালাম ও একই গ্রামের আ: ছাত্তারের ছেলে আ: রশিদ, মৃত উমর আলীর ছেলে আবুল কাশেম, খালেক মিয়ার ছেলে আকাশ মিয়া, মৃত মন্তাজ আলীর ছেলে সাঞ্জব আলী, বড়দল পুরানহাটির মোস্তফার ছেলে লায়েছ মিয়া, বদরপুর গ্রামের মৃত আঃ ছামাদ এর ছেলে সাইফুল, ইউনুসপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম ও মৃত আক্কেল আলীর ছেলে মানিক মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জামাদির মধ্যে তাস-৯২টি, জুয়া খেলার আসরে ব্যবহৃত ১টি হলুদ রঙয়ের কাপড়ের ব্যানার ও নগদ ২হাজার ৭৪ টাকা জব্দ করা হয়। এর সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানা অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় জুয়া আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এবং আসামীদেরকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ