এমপি হলে সুনামগঞ্জ-৩ আসনকে স্মার্ট আসনে রুপান্তর করবো : ফারুক

জামিউল ইসলাম তুরান, শান্তিগঞ্জ :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ স¤পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেছেন, আমি যদি সুনামগঞ্জ-৩ আসনে নৌকার মনোনয়ন পাই তবে সুনামগঞ্জ-৩ আসনকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশের প্রথম স্মার্ট আসনে রুপান্তর করতে সব রকমের কার্যক্রম চালিয়ে যাবো, যার প্রথম গৌরবের অংশীদার হবেন আমার সুনামগঞ্জ -৩ আসনের আপামর জনসাধারণ। গত মঙ্গলবার বিকাল ৫ টায় শান্তিগঞ্জ উপজেলার পাগলাবাজারের একটি রেস্টুরেন্টে স্থানীয় যুব সমাজ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গঠনে যুব সমাজের ভূমিকা’ শীর্ষক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, স্মার্ট মানুষ না হলে স্মার্ট রাষ্ট্র গঠন সম্ভব নয়। স্মার্ট জনশক্তির উত্থান ঘটাতে হবে তৃণমূল থেকে। প্রধানমন্ত্রীর এই আহ্বান বাস্তবায়নের মূল কারিগর তেজোদীপ্ত যুবসমাজ। তরুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে এক সময় প্রধানমন্ত্রীর সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয়ের হাত ধরেই বিশ্বসভায় স্বগৌরবে স্থান করে নিয়েছে ডিজিটাল বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় আজ মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট রাষ্ট্র গঠনের ডাক দিয়েছেন। সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন, জগন্নাথপুর-শান্তিগঞ্জের তরুণ সমাজই হবে আগামীর স্মার্ট নাগরিক। যাদের মধ্য দিয়ে সোসাইটি হবে আলোকিত, শিল্প বিপ্লব ও অর্থনীতিতে গতি আসবে অভূতপূর্ব। তবেই রাষ্ট্রনায়ক শেখ হাসিনার প্রতিশ্রুত স্মার্ট বাংলাদেশ বিশ্ব দরবারে আরো একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজের প্রার্থিতা প্রসঙ্গে তিনি বলেন, মুজিবমন্ত্রের বীজ বপন করেছি সেই ছাত্রজীবন থেকে। দল করতে গিয়ে জেল জুলুম-নির্যাতন সহ্য করেও মুজিব আদর্শ থেকে বিচ্ছুত হইনি। যেহেতু সময় পরিবর্তন ডিমান্ড করছে সেহেতু দলের প্রয়োজনে, দলের ত্যাগী নেতাকর্মীদের স্বার্থে সর্বোপরি সুনামগঞ্জ -৩ আসনকে স্মার্ট লিস্টে যুক্ত করার জন্য কাজ করতে চাই। তিনি বলেন,দলীয় প্রধান স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সুনামগঞ্জ -৩ আসনে অধিকতর যোগ্য মনে করলে তারুণ্যের হাত ধরেই বিজয় উপহার দেওয়া হবে। জাকির মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগ নেতা শায়েক মিয়া, জাকেরিন তালুকদার, শ্রমিক লীগ নেতা আলম মিয়া, যুবলীগ নেতা রাজন আহমেদ, সাইদুর রহমান ও ছাত্রলীগ নেতা সৌরভ তালুকদার।

নিউজটি শেয়ার করুনঃ