শ্রমিক নেতা প্রতাব উদ্দিন আহমদের ২৫তম মৃত্যু বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের উদ্যোগে গত মঙ্গলবার রাত ৮ টায় রায়পাড়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ও বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ স¤পাদক শ্রমিক নেতা প্রতাব উদ্দিন আহমদের ২৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সুখেন্দু তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রতœাংকুরদাস,সাধারণ স¤পাদক সাইফুল আলম ছদরুল, হকার্স শ্রমিক সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুল হাই,ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ সদর উপজেলা কমিটির,সাংগঠনিক স¤পাদক রাজু মন্ডল,জ—ীয়, ছাত্রদল সুনামগঞ্জ জেলা কমিটির অন্যতম সদস্য অমিত রায় প্রমূখ। সভায় বক্তারা বলেন প্রতাপউদ্দিন আহমেদ বুঝতে সক্ষম হয়েছিলেন যে, প্রচলিত সমাজ ব্যবস্থায় শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের মুক্তি নাই। আর এ সমাজ পরিবর্তন করতে হলে গ্রহণ করা দরকার শ্রমিক শ্রেণীর মুক্তির দর্শন- মার্কসীয় দর্শন। তিনি এই দর্শন গ্রহণ করেছিলেন সমাজ পরিবর্তনের সংগ্রামকে এগিয়ে নেবার প্রয়োজনে। আজীবন সংগ্রামে
অবিচল থাকা হচ্ছে প্রতাপউদ্দিন আহম্মেদের শিক্ষা। তাই তাঁর জীবন থেকে শিক্ষা গ্রহণ করে সমাজ পরিবর্তনের দীর্ঘস্থায়ী কঠিন কঠোর লড়াইকে অগ্রসর করতে হবে।

নিউজটি শেয়ার করুনঃ