স্টাফ রিপোর্টার ::
বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও দশ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১ টায় জেলা বিএনপির আয়োজনে স্থানীয় পুরাতন বাস্টেনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সহ সভাপতি দেওয়ান জয়নুল জাকেরিন এর সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক স¤পাদক ডাক্তার সাখাওয়াত হোসেন জীবন। এসময় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য নজির হোসেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির সহ সভাপতি নাদের আহমদ, মল্লিক মঈন উদ্দিন সোহেল, এড.শেরেনুর আলী, আ,ত,ম,মিসবাহ, এড.মাসুক আলম,আন্সার উদ্দিন, আবুল কালাম, আনিসুল হক,সহ সভাপতি মাসুক আলম, যুগ্ম সম্পাদক নুর উদ্দিন, এড.আমিরুল হক, জুনাব আলী, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল, দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাকের । এসময় বক্তারা, চাল,ডাল,তেল,কৃষি উপকরণ, শিক্ষার উপকরণ সহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্দলীয় সরকারের অধিনে নির্বাচন ও সাবেক প্রধান মন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবি জানান।

নিউজটি শেয়ার করুনঃ