স্টাফ রিপোর্টার ঃ
জাতীয় সংসদ নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই বইছে আলোচনা সমালোচনা ঝড়। হাটে, মাঠে ও চায়ের দোকানে জল্পনা কল্পনা চলছে জেলার সবচাইতে বড় নির্বাচনী এলাকা সুনামগঞ্জ-১ আসনে কে হচ্ছেন নৌকার মাঝি। আওয়ামী লীগের প্রার্থী হয়ে ২০০৮ সাল থেকে টানা তিনবার সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের দলীয় মনোনয়ন পাওয়া নিয়ে রয়েছে সংশয়। নেতৃত্ব পরিবর্তনের জন্য দলের একটি বড় অংশ প্রকাশ্যেই মাঠে কাজ করে যাচ্ছে। কে হবেন সুনামগঞ্জ ১ আসনের নৌকার মাঝি? এসব প্রশ্ন নিয়ে ভোটারদের মধ্যে চলছে তুমুল আলোচনা। সম্ভাব্য প্রার্থীদের মাঝে প্রচারে শীর্ষে রয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও জেলা শ্রমিকলীগের সভাপতি সেলিম আহমদ। পোষ্টার, ব্যানারে চেয়ে গেছে পুরো নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতারকর্মী সমর্থকরাই এসব প্রচারণা অব্যাহত রেখেছেন। তরুন এ নেতার পক্ষে জেগে উঠেছে যুব সমাজসহ কৃষক,শ্রমিক জনতা। জনপ্রতিনিধি না হয়েও জেলার নির্বাচনী এলাকার বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উন্নয়ন দু’হাতে বিলিয়ে দিচ্ছেন আর্থিক অনুদান। ইতিমধ্যে জেলা শ্রমিকলীগ নেতার পরিচিতি পৌঁছে গেছে নির্বাচনী এলাকার প্রতিটি ঘরে ঘরে। তুনমূল থেকে দাবী উঠেছে হাওরপাড়ের সন্তান সেলিম আহমদকে আগামী নির্বাচনে নৌকার মনোনয়ন দেয়ার। হাওরপাড়ের মানুষের ভরসার জায়গা এখন তিনি। এদিকে টানা তিনবারে নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম রতন ও পিছু ছাড়ছেন না। আগামীতে তিনি নৌকার মনোনয়ন দৌড়ে অংশ গ্রহন করবেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি আবারও সংসদে যেতে চান। জনগনের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যেতে চান কৃষকলীগ নেত্রী সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামিমা আক্তার খানমও। তিনি দীর্ঘদিন ধরে জোরেশোরেই মাঠে-ঘাটে প্রচারণা অব্যাহত রেখেছেন। এবং কেন্দ্রেও নৌকা পেতে লবিং চালিয়ে যাচ্ছেন। এছাড়া সম্ভাব্য প্রার্থীদের মাঝে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির টিম সদস্য ও সাবেক যুগ্ম সচিব বিনয় ভূষণ তালুকদার ভানু, সিলেট জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রনজিত সরকার, অধ্যাপক রফিকুল ইসলাম। সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনিত প্রার্থী হিসেবে টানা তিনবার সুনামগঞ্জ-১ আসনের প্রতিনিধিত্ব করছি। এ সরকারের আমলেই বিপুল উন্নয়ন সাধিত হয়েছে। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মাঠে আছি, সাধারন জনগনের কল্যাণে কাজ করে যাবো। নতুন করে কিছু বলার নেই। ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটি’র সদস্য ও জেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ সেলিম আহমদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন কার্যক্রম চলছে। সুনামগঞ্জ-১ আসনে নেতৃত্বের অভাবে অনেক উন্নয়ন কার্যক্রম থমকে গেছে। বর্তমান সংসদ সদস্য বিএনপি-জামাতের লোকজনকে নিয়ে জলমহাল, বালু মহাল ভোগ করছে। আমি তৃনমূল নেতাকর্মীদের নিয়ে কাজ করে যাচ্ছি। বর্তমান সরকারের উন্নয়ন চিত্র সাধারন জনগনের মাঝে তুলে ধরছি। দল আমাকে মনোনয়ন দিলে সংসদ নির্বাচনে অংশগ্রহন করবো। জেলার সর্ববৃহৎ নির্বাচনী এলাকা জামালগঞ্জ,তাহিরপুর,ধর্মপাশা ও মধ্যনগরবাসীর কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই।