জগন্নাথপুরে একটি বাড়ি ঘেরাও করে অভিযান চালাচ্ছে পুলিশ

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলায় একটি বাড়ি ঘেরাও করে অভিযান চালাচ্ছে পুলিশ। রোববার সকাল ছয়টা থেকে উপজেলার আশারকান্দি ইউনিয়নের ফেচি আটঘর গ্রামের একটি বাড়িতে এ অভিযান শুরু হয়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অভিযান চলছে বলে জানা গেছে। পুলিশের দাবি, আগ্নোয়াস্ত্র ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধারে এ অভিযান চালানো হচ্ছে। সহকারী পুলিশ সুপার শুভাশীষ ধর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা সকাল থেকে ঘটনাস্থলে আছি। ওই বাড়িতে বেশ কিছুদিন ধরে রাতে সন্দেহজনক কয়েকজনের আনাগোনার অভিযোগ পাওয়া গেছে। আমরা ওই বাড়ি ঘেরাও করে অভিযান চালিয়ে পরীক্ষা করে দেখছি, সেখানে কিছু আছে কি না। অভিযানের পর বিস্তারিত জানানো হবে। পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই বাড়ির মালিকের নাম আফজাল খান। তিনি ফেচি আটঘর গ্রামের আখলাক খানের ছেলে। গত শুক্রবার জগন্নাথপুর থানা-পুলিশ একটি মামলার সমন নিয়ে আফজালের বাড়িতে গেলে আফজাল পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করেন। ওই সময় পুলিশ আফজালের ঘরে ঢুকতে চাইলে তিনি বাধা দেন। এতে পুলিশের সন্দেহ হয়। পরে জগন্নাথপুর থানা-পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ওই বাড়িতে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম আছে। এর পরিপ্রেক্ষিতে রোববার সকাল ছয়টা থেকে পুলিশ বাড়িটি ঘেরাও করে অভিযান চালিয়ে যাচ্ছে। আশারকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য শওকত হোসেন বলেন, আমাদের ধারণা, ওই বাড়িতে বিপুল পরিমাণ অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম আছে। সকাল থেকে পুলিশ অভিযান শুরু করেছে। দুপুর ১২টার দিকে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এখনো অভিযান চলছে। ওই বাড়িতে কোনো ধরনের অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম আছে কি না, তা অভিযানের পর জানা যাবে। তবে বাড়ির মালিক আফজাল পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুনঃ