ভূমি অফিসার্স কল্যাণ সমিতির উদ্যোগে বিদায়ী জেলা প্রশাসক সংবর্ধিত


স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিদায়ী জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেনকে গত মঙ্গলবার বিকেল ৫ টায় জেলা প্রশাসকের কনফারেন্স হলে সংবর্ধনা প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ) বিজন সিংহ। উপস্থিত ছিলেন ¯হানীয় সরকার বিভাগ, সুনামগঞ্জের উপ পরিচালক জাকির হোসেন,আরডিসি সাইফুল ইসলাম,জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনারবৃন্দ ও জেলার ভূমি সহকারী কর্মকর্তা ও ভূমি উপ সহকারী কর্মকর্তাবৃন্দ। সভায় বক্তব্য রাখেন বিদায়ী জেলা প্রশাসক,অতিরিক্ত জেলা প্রশাসক ( রেভিনিউ), আরডিসি,সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠিক স¤পাদক ও সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ভূমি সহাকারী কর্মকর্তা, জগন্নাথপুর সদর কাজী শামসুল হুদা শোয়েল, ভূমি সহকারী কর্মকর্তা রঞ্জন কুমার তালুকদার ও নুর আলী। সভা পরিচালনা করেন সমিতির জেলা শাখার সাধারণ স¤পাদক ও ভূমি উপ সহকারী কর্মকর্তা, সুনামগঞ্জ সদর মোঃ কামাল হোসেন।

নিউজটি শেয়ার করুনঃ