শওকত হাসান, তাহিরপুর::
তাহিরপুরে ৬ হাজার ২শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে তাহিরপুর উপজেলা বঙ্গবন্ধু কনফারেন্স হলরুমে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান উদ-দৌলা, বালিজুরী ইউপি চেয়ারম্যান আজাদ হোসেন, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন স¤পাদক ও প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, আওয়ামীলীগ নেতা মিলন তালুকদার, ইউপি সদস্য বাবুল মিয়া, তুজাম্মিল হক নাছরুম, আব্দুল ওয়াহিদ, সাংবাদিক শওকত হাসান, মনিরাজ শাহ প্রমূখ। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসান উদ-দৌলা জানান, ২০২২-২৩ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বোর ধানের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ৬ হাজার ২শ কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হবে। বিতরণকৃত উফসী ধানের বীজ ও হাইব্রিড ধানের বীজের মধ্যে ৩হাজার ২শ জনকে উফসী ধানের বীজ ও ৩ হাজার জন কৃষককে হাইব্রিড বীজ দেয়া হবে। উফসী ধানের বীজের মধ্যে রয়েছে ব্রি-ধান ৬৭, ৮৮, ৮৯, ৯২, ৯৬। এছাড়াও বীজ পাওয়া সকল কৃষককে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হবে। আজকে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।