শওকত হাসান, তাহিরপুর ::
তাহিরপুরে কৃষকদের মাঝে বীজ ধান বিতরন করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। রবিবার দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে তাহিরপুর সদর ইউনিয়নের ১২জন কৃষকের হাতে পাঁচ কেজি করে বীজ তুলে দিয়ে বিতরন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসান উদ-দৌলা। ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর এপির প্রোগ্রাম অফিসার মহসিন খান জানান, তাহিরপুর উপজেলার বালিজুরী, বাদাঘাট, উত্তর বড়দল ও তাহিরপুর সদর ইউনিয়নের ৪৮জন কৃষকের মাঝে বীজ বিতরন করা হচ্ছে। বিতরণকৃত বীজ হল- জিঙ্ক সমৃদ্ধ ব্রি ধান-৮৪, ব্রি ধান-৭৪ ও ব্রি ধান-১০০। এর মাধ্যে প্রতি ইউনিয়নে ২টি করে চার ইউনিয়নে ৮টি প্রদর্শনী প্লট করা হবে। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর এপি প্রোগ্রাম অফিসার মহসিন খান, লাইভলিহুড ফ্যাসিলিটেটর শওকত হাসান, রফিকুল ইসলাম প্রমুখ। উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান উদ-দৌলা সরকারের পাশাপাশি ওয়ার্ল্ড ভিশনের কৃষকদের জন্য এমন উদ্যোগকে স্বাগত জানান। এবং মূল্যবান প্রযুক্তিগত সম্মতি প্রদান করেন।

নিউজটি শেয়ার করুনঃ