মধ্যনগরে পুজা উপলক্ষে মতবিনিময় ও সম্প্রীতি সভা

ধর্মপাশা প্রতিনিধি::
শারদীয় দূর্গা পুজা উপলক্ষে মতবিনিময় ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ মধ্যনগর শাখার আয়োজনে মধ্যনগর বাজার সার্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গণে মতবিনিময় ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ- ১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন। মতবিনিময় ও সম্প্রীতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দেবল কিরণ তালুকদার। মধ্যনগর পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকারের পরিচালনায় বক্তব্য দেন, ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, মধ্যনগর ইউএনও নাহিদ হাসান খান, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, মধ্যনগর থানার ওসি জাহিদুল হক, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন তালুকদার, পাইকুরাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল,বংশিকুন্ডা উত্তর ইউনিয়ন চেয়ারম্যান নুর ন্নবী তালুকদার প্রমুখ। পরে স্থানীয় এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন তাঁর ব্যক্তিগত তহবিল হতে মধ্যনগর উপজেলার ৩৩ টি পুজা মন্ডপের প্রতিনিধির কাছে ১০ হাজার টাকা করে নগদ প্রদান করেন।

নিউজটি শেয়ার করুনঃ