কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে – এহসানুল মাহবুব জুবায়ের


স্টাফ রিপোর্টার ঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় কমিটি’র সহ সেক্রেটারী অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, মাহে রমজান কোরআন নাযিলের মাস, এ মাস মক্কা বিজয়ের মাস। আজ ঐতিহাসিক বদরের দিন। এ মাসেই আমরা সর্বশেষ কিতাব পেয়েছি। এ মাসে তাকওয়ার গুনাবলী অর্জন করতে হবে। তাকওয়ার গুনাবলী ছাড়া একজন মানুষ প্রকৃত মানুষ হতে পারেনা। ফ্যাসীবাদীদের মাঝে বড় বড় ডিগ্রিওয়ালা, গুনী মানুষ ছিলেন কিন্তু নৈতিকতার অভাবে হাজার হাজার মানুষকে খুন করেছে, লুটপাঠ হয়েছে, অসংখ্য প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে, আলেম ওলামাদের নির্যাতন করেছে। খোদাভিরুতা ও জবাবদীহিতা না থকে তাহলে কি হতে পারে গত ১৫ বছর তার প্রমান। কোরআনের শিক্ষাই যদি না থাকে, তাহলে বার বার ফ্যাসীবাদের জন্ম নিবে, স্বৈরাচার ও লুঠেরা ঘুরেফিরে আসবে। আসুন সবাই মিলে কোরআনের শিক্ষাকে ধারন করি। কোরআনের শিক্ষায় উজ্জীবিত হই, রাসুলকে অনুসরন করি। কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বর্তমান সরকার সংস্কারের কাজ করছে। গণহত্যার সাথে জড়িতদের বিচার করতে হবে। যারা আহত হয়েছে তাদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যাবস্থা করতে হবে। সুন্দর দেশ ও সমাজ গঠনের জন্য ফ্যাসীবাদের ফিরে আসার পথ বন্ধ করতে হবে। মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা শহরের পানসী রেস্টুরেন্টে পবিত্র মাহে রমজান উপলক্ষে জামায়াতে ইসলামীর আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলনা তোফায়েল আহমদ খানের সভাতিত্বে ও সহকারী সেক্রেটারী নুরুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক মোঃ আব্দুল্লাহ, নায়েবে আমীর অ্যাডভোকেট শামস উদ্দিন, নায়েবে আমীর মোমতাজুল হাসান আবেদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি তৈয়বুর রহমান বাবুল, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আজিজুল ইসলাম, ইসলামী আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম পলাশী প্রমুখ।

নিউজটি শেয়ার করুনঃ