স্টাফ রিপোর্টার ঃ
আটগাও শুকদেবপুর দাখিল মাদ্রাসার সুপার মোঃ মাহমুদুল হাসানের অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শুকদেবপুর,রামনগরসহ তের গ্রামের যুব সমাজ। জানাযায়, মাদ্রাসার সাবেক দুই শিক্ষার্থী বর্তমানে প্রবাসে আছেন ও দেশের থাকা একজন মোট ৩ জন সামাজিক যোগাযোগ ফেইনবুক ফেইজে আটগাও শুকদেবপুর দাখিল মাদ্রাসার সুপার মোঃ মাহমুদুল হাসানের বিরুদ্বে অনৈতিক কর্মকান্ডের চেষ্ঠা ও একই প্রতিষ্ঠানের বর্তমানে অধ্যায়নরত দশম শ্রেনির এক শিক্ষার্থীও যৌন হয়রানীর অভিযোগ তুলেন। আর এ কারনেই ফুসে উঠে এলাকার যুব সমাজ। তাদের দাবী মাদ্রাসার সুপার শুধু অনৈতিক কর্মকান্ডই নয় নিয়োগসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতি অভিযোগ রয়েছে। ফলে সুপারের পদত্যাগের দাবীতে গত ১৬ জানুয়ারী সোমবার এলাকার যুবকেরা বিক্ষোভ মিছিল করে এবং মাদ্রসার সুপারের রুমে তালা ঝুলিয়ে দেয়। ফলে এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গের উদ্যেগে বৃহস্পতিবার পর্যন্ত কর্মসুচী স্থগিত রাখা হয়। এ বিষয়ে মাদ্রাসার সুপার সুপার মোঃ মাহমুদুল হাসান বলেন, আমি ২৩ বছর ধরে প্রতিষ্ঠানে কর্মরত আছি। আজ পর্যন্ত আমার বিরুদ্ধে কোন শিক্ষার্থী বা শিক্ষার্থীর অভিভাবক অভিযোগ তুলেননি। সম্প্রতি একটি মহল অপপ্রচার করছে। আমি কোন অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত নই।