ভোটারদের উপস্থিতি বাড়াতে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করলেন পলিন

স্টাফ রিপোর্টার::
আগামী ৫জুন ৪র্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোটারদের উপস্থিতি বাড়াতে সকল নাগরিকদের ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

শনিবার বিকেলে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে লিফলেট বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন। এসময় পৌর শহরের হোসেন বখত চত্বর, উকিলপাড়া, নতুনপাড়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে পর্যায়ক্রমে লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণ শেষে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোটকেন্দ্রে সুনামগঞ্জের সাধারণ ভোটারদের উপস্থিতি বাড়াতে আওয়ামী লীগের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা আশাকরি আগামী ৫জুন চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ব্যপক উপস্থিতি হবে। ভোটারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। জনগণ যাকে ভোট দেবে সেই বিজয়ী হবে। বর্তমানে ভোট উৎসবে পরিণত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি এড. চান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এড.নজরুল ইসলাম সেফু, ধর্ম বিষয়ক সম্পাদক মফিজুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এড. মাহবুবুল হাছান শাহীন, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক শুভ বনিক, সদস্য সাজ্জাদ হোসেন নাহিদ, শাহারুল আলম আফজল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ঝন্টু তালুকদার, জেলা ছাত্র লীগের সহ-সভাপতি ইফতি বখত, উপ ধর্ম বিষয়ক সম্পাদক দীপ্ত দাস তন্ময় সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। #

নিউজটি শেয়ার করুনঃ