স্টাফ রিপোর্টার ঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদী রক্ষা প্রকল্পের প্রায় ৩০ কোটি টাকা ব্যায়ে ব্লক নির্মাণ কাজ চলছে। জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজার সংলগ্ন বাগময়না এলাকায় ব্লক তৈরি করছে বিছমিল্লাহ সোনালী চেলা ইঞ্জিনিয়ারিং লিমিটেড। প্রতিষ্ঠানটি’র স্বত্ত্বাধিকারী হাজী মোঃ স্বপন মিয়া। সরজমিনে গিয়ে দেখা যায়, বিপুল সংখ্যক শ্রমিক বাগময়না গ্রামের একটি মাঠে ভোলাগঞ্জের ভাল মানের পাথর ও ছেলা নদী’র বালু দিয়ে ব্লক তৈরি’র কাজে ব্যাস্ত। এ সময় বাগময়না গ্রামের এক বাসিন্ধা জানান, আমাদের এলাকার কুশিয়ারা নদীর ভাঙ্গন ঠেকাতে টেকসই ব্লক তৈরি করা হচ্ছে। আশা করা যায়, ভাঙ্গন ঠেকাতে ব্লকগুলো কাজে আসবে। বিছমিল্লাহ সোনালী চেলা ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর স্বত্ত্বাধিকারী হাজী মোঃ স্বপন মিয়া বলেন, আমার বাড়ী ছাতকে, এটা আমাদের জেলারই কাজ। আমি কাজটি টেকসই করার চেষ্ঠা করছি। আমার ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমেই গত ফেব্রুয়ারী মাসে ব্লক তৈরি’র কাজ শুরু করেছি, দুই বছরের মাঝে কাজ বাস্তবায়নের কার্যাদেশ দিয়েছে পাউবো। আমাদের তৈরি করা ব্লক ভোলাগঞ্জের পাথর ও চেলা নদীর বালু দিয়ে তৈরি করা হচ্ছে। টেকসই ব্লকগুলো নদী ভাঙ্গন ঠেকাতে কাজে আসবে।