স্টাফ রিপোর্টার::
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দারিদ্র্য ও অসহায়ের পরিবারের মধ্য শাড়ী ও লুঙ্গি-সহ নতুন পোশাক বিতরণ করা হয়েছে।
সোমবার (৮এপ্রিল) বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রি বিতরণ করেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সুনামগঞ্জ- ৪ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ সাদিক।
বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদ মানিক ও সাধারণ সম্পাদক নুরুল আলম, সলুকাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী তপন, ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলন খান প্রমুখ। ঈদকে সামনে রেখে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার পেয়ে খুশি উপকারভোগীরা৷