দোয়ারায় চোরকারবারিদের মূলহোতা সাবেক ইউপি সদস্য তাজির আলী


স্টাফ রিপোর্টার ঃ
সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলায় রিংকু বাগানবাড়ী বর্ডার হাটসহ প্রায় তিনটি স্পটে চোরাকারবারিদের নেতৃত্ব দিচ্ছেন সাবেক ইউপি সদস্য তাজির আলী। সে উপজেলার সদর ইউনিয়নের রায়নগর গ্রামের ওহিদ বক্সের ছেলে। স্থানীয় সংসদ সদস্যের লোক পরিচয়ে প্রভাব দেখিয়ে নানা অনিয়ম চালিয়ে যাচ্ছেন তিনি। কেউ প্রতিবাদ করলে হয়রানী করা হয় নানাভাবে। জানাযায়, সপ্তাহের প্রতি বৃহস্পতিবার বোগলা ইউপি’র বাগানবাড়ী বর্ডার হাট দিয়ে অবৈধভাবেব শত শত টন ভারতীয় চিনি, পেয়াজসহ বিভিন্ন ধরনের পণ্য পাচারে করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন তিনি। এছাড়াও প্রতিদিনি বাংলাবাজার ইউনিয়নের কল্উাড়া, মৌলারপাড়, গিলাতলা, মোকাচড়া স্পট দিয়ে অবৈধ পণ্য সরবরাহ করেন তিনি। স্থানীয় বাসিন্ধারা জানান, সাবেক মেম্বার তাজির আলী সরকারী ট্যাক্স ফাঁঁকি দিয়ে অবৈধভারে ব্যবসা পরিচালনা করে আসছেন। এ ব্যাপারে চোরাকারবাড়ী তাজির আলী মোবাইল ফোনে যোগযোগ করে ভারতীয় অবৈধ পণ্য পাচারের বিষয়ে জানতে চাইলে তিনি ফোনটি কেটে দেন।

নিউজটি শেয়ার করুনঃ