স্টাফ রিপোর্টার ঃ
সুনামগঞ্জ-১ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা। ভোটারদের মন জয় করতে বাড়ি বাড়ি ভোট চাইছেন প্রার্থীরা। ভোটের মাঠে উত্তাপ ছড়ালেও ছোট ছোট দলগুলোর প্রচারণা চোখে পড়ছেনা। এ আসনে ৮ জন প্রার্থী বিভিন্ন দল থেকে অংশ নিয়েছেন। ৮ জন প্রার্থীর মধ্যে সরব প্রচারণা রয়েছে ৩ প্রার্থীর। তারা হলেন তিনবারের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, স্বতন্ত্রপ্রার্থী মোঃ সেলিম আহমদ ও আওয়ামীলীগ মনোনিত প্রার্থী রনজিত চন্দ্র সরকার। হাওরাঞ্চল অধ্যুষ্যিত নির্বাচনী এ আসনটি জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা নিয়ে গঠিত। ভোটের মাঠে খবর নিয়ে জানাগেছে, টানা ১৫ বছর মোয়াজ্জেম হোসেন রতন হাওরবাসীর পাশে থেকে ব্যপক উন্নয়ন করেছেন। নির্বাচনী আসনের প্রতিটি এলাকায় সুদৃর অবস্থান। স্বতন্ত্রপ্রার্থী হলেও ভোটারদের মাঝে মূল লড়াইয়ে তার নাম উঠে আসছে । স্বতন্ত্রপ্রার্থী সেলিম ও পিছিয়ে নেই। ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন দীর্ঘ দিন ধরেই। করুনা,বন্যসহ দুর্যোগ দুর্বিপাকে হাওরপাড়ের মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। নির্বাচনী এলাকায় জোড়ে শোড়েই তার নাম উঠে এসেছে। এদিকে সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নৌকার মনোনিত প্রার্থী রণজিত চন্দ্র সরকার ভোটের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ আসনে নৌকার ভোট থাকলেও প্রার্থী নবীন হওয়ায় বেগ পেতে হচ্ছে। সরকার দলীয় প্রার্থী রনজিত পড়েছেন স্বতন্ত্র দুই প্রার্থীর তোপের মুখে । এমনটাই মনে করছেন সাধারণ ভোটাররা। স্বতন্ত্রপ্রার্থী টানা তিনবারের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, আমি কৃষকের সন্তান। টানা ১৫ বছর খেটে খাওয়া মানুষের পাশে ছিলাম, এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি। আগামীতেও হাওরপাড়ের মানুষের পাশে থাকতে চাই। আমি আশাবাদী আগামী ৭ জানুয়ারী জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগরের সাধারন ভোটার আমার নির্বাচনী প্রতিক কেতলী মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবে, ইনশাআল্লাহ। স্বতন্ত্রপ্রার্থী মোঃ সেলিম আহমদ বলেন, আমি দীর্ঘদিন ধরেই ভোটের মাঠে আছি। তারন্যের শক্তি হাওরপাড়ের মানুষের কল্যাণে ব্যায় করতে চাই। সাধারণ জনগনের মৌলিক অধিকার নিশ্চিত করাই আমার লক্ষ্য। আমি আশাবাদী আগামী ৭ জানুয়ারী আমার নির্বাচনী প্রতিক ঈগল মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন। আওয়ামীলীগ মনোনিত প্রার্থী রণজিত সরকার বলেন, ভোটের মাঠে আছি। ব্যাপক সাড়া পাচ্ছি। আমি কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করি না, বিজয়ী হবো। এ আসনের অন্যান্য প্রাথীরা হলেন টানা তিনবারের সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, আওয়ামীলীগ মনোনিত প্রার্থী রনজিৎ সরকার,স্বতন্ত্র প্রার্থী মোঃ সেলিম আহমেদ, তৃনমূল বিএনপি আশরাফ আলী, জাতীয় পার্টি আব্দুল মান্নান, বাংলাদেশ সুপ্রিম পার্টি মোঃ হারিছ মিয়া, গনফ্রন্ট জাহানুর রশীদ,বাংলাদেশ কংগ্রেস থেকে নবাব সালেহ আহমেদ। এ আসনে মহিলা ভোটার ২ লক্ষ ২৭ হাজার ৭ শ ৪৫ জন, পুরুষ ভোটার ২ লক্ষ ৩৫ হাজার ১০ জন, হিজড়া ভোটার ৫ জনসহ মোট ভোটার ৪ লক্ষ ৬২ হাজার ৭ শ ৬০ জন। ৭ জানুয়ারী’র আসন্ন নির্বাচনে মোট প্রার্থী ৮ জন হলেও মূল প্রতিদ্বন্দ্বীতায় রয়েছে টানা তিনবারের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ও স্বতন্ত্রপ্রার্থী মোঃ সেলিম আহমদ।
সুনামগঞ্জ-১ আসনে দ্বিমুখী লড়াই,তোপের মুখে রণজিত
