স্টাফ রিপোর্টারঃ
ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ এবং ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে সুনামগঞ্জে ইমাম মুয়াজ্জিন পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার জুম্মার নামাজের পর পর শহরের আলফাত উদ্দিন স্কয়ার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। শহরের বিভিন্ন মাদ্রাসা, মসজিদ ও এলাকা থেকে ফিলিস্তিনি পতাকা হাতে ও ইসরায়েল বিরোধী ¯ে¬াগানে দলে দলে লোকজন আসতে থাকেন সভা স্থানে। সবাই একত্রিত হওয়ার পর মিছিলটি শুরু হয়ে পুরাতন বাসস্টেশনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল পূর্ব সভায় বক্তারা ফিলিস্তিনের পক্ষ নেয়ায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। একই সাথে ফিলিস্তিনের বিদ্ধস্ত অসহায় মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়াবার আহবান জানানো হয়। প্রতিবাদ সভা থেকে ফিলিস্তিনে বাংলাদেশ থেকে সেনাবাহিনী পাঠানোর জোর দাবি করা হয়। ফিলিস্তিনে যদি এই আগ্রাসন অব্যাহত থাকে তাহলে বাংলাদেশ থেকে কঠোর কর্মসূচির মাধ্যমে তার প্রতিবাদ জানানোর ঘোষণা দেয়া হয়। সমাবেশে বক্তব্য রাখেন মাদানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল শায়খ আব্দুল বছির, জামতলা মসজিদের ইমাম মাও সাজিদুর রহমান, ইমাম মুয়াজ্জিন পরিষদের সভাপতি আবু সাঈদ, জমিয়তে ওলামায়ে সুনামগঞ্জের সাধারণ স¤পাদক তৈয়বুর রহমান চৌধুরী, ইমাম মুয়াজ্জিন পরিষদের সহ সভাপতি মুফতি আব্দুল হক, শ্রমিক জমিয়তের আহবায়ক হাফিজ মাহমুদুল হাসান, ওয়েজখালি মাদ্রাসার মুহতাম আব্দুল ওয়াসির, তেঘরিয়া মাদ্রাসার ইমাম মুফতি বদরুল আলম, পৌর জমিয়তের সভাপতি মাও রুকন উদ্দিন। প্রতিবাদ সভার পর ফিলিস্তিনের মানুষের বিজয় কামনায় দোয়া পরিচালনা করেন প্রিন্সিপাল ও ইমাম মুয়াজ্জিন পরিষদের প্রধান উপদেষ্টা আল্লামা নুরুল ইসলাম খান ।