উন্নয়নের পক্ষে থাকার অনুরোধ মন্ত্রী মান্নানের

শান্তিগঞ্জ প্রতিনিধি ::
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, হাওরাঞ্চলসহ দেশে অনেক উন্নয়ন হচ্ছে। দেশের মানুষের কাছে আমাদের একটাই অনুরোধ, আপনারা উন্নয়নের পক্ষে থাকুন। এই দেশ কয়েক বছরের মধ্যেই আধুনিক উন্নত ও স্মার্ট দেশে রূপান্তিত হবে। আমরা সবসময় অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী। সব ধর্মের মানুষ আমাদের কাছে সমান। আমরা সবাই মিলেমিশে এই দেশে বহুকাল থেকে বসবাস করে আসছি। আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নতি করেছে। শিক্ষার উন্নয়নের জন্য ব্যাপকভাবে বিনিয়োগ করছে সরকার। শিক্ষা ছাড়া একটি উন্নত জাতি গঠন করা সম্ভব না। আর শিক্ষায় বিনিয়োগ কখনো বৃথা যায় না। আগামী দিনে যারা নেতৃত্ব দেবে, দেশ পরিচালনা করবে, তারা একটি উন্নত আধুনিক রাষ্ট্রের উচ্চ শিক্ষিত নাগরিক হবে। শিক্ষার্থীদের মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। গত শুক্রবার সকাল সাড়ে ১০ টায় শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া উত্তরণ ক্লাব ও ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের আয়োজেন প্রতিষ্ঠানটির মাছরাঙ্গা অডিটোরিয়ামের হলে ২১তম এম এ মান্নান প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ডুংরিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মদন মোহন রায়। ডুংরিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী মো. নাঈম আহমদ ও সাজনা আফরিনের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. নঈম শেখ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. রমা বিজয় সরকার, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার এহশান শাহ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার উজ জামান, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ছেলে লন্ডন বার্কলেন ব্যাংকের কর্মকর্তা সাদাত মান্নান অভি, মেয়ে ডা. সারা আফরিন মান্নান, এম এ মান্নান পতœী অধ্যাপক জুলেখা মান্নান, উত্তরণ ক্লাব সভাপতি ও জেলা পরিষদ সদস্য মনিরুজ্জামান সুজন, সাধারণ স¤পাদক জহিরুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, প্রতিবছরের ন্যায় এবারও এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষায় জেলার ৩টি উপজেলার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতি উপজেলায় ১ম গ্রেডে ১০ জন ও ২য় গ্রেডে ১৫ করে ৩ উপজেলায় মোট ৭৫ জনকে বৃত্তি প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ