ছাতকে যুবলীগ নেতা হত্যা মামলায় এমপির ভাতিজাসহ চার আসামীর রিমান্ড শুরু

ছাতক প্রতিনিধিঃ
ছাতকে যুবলীগ নেতা লায়েক মিয়া হত্যা মামলায় স্থানীয় সংসদ সদস্যের ভাতিজা ইসতিয়াক রহমান তানভীর সহ ৪ আসামীর বিরুদ্ধে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন সুনামগঞ্জ আদালত। সোমবার সকালে ছাতেক যুবলীগ নেতা লায়েক মিয়া হত্যা মামলা জিড়ত থাকায় ৪ আসামীকে জেল হাজত থেকে বের করে সুনামগঞ্জ ডিবির অফিস কার্যালয়ে নিয়ে আসা হয়। ডিবিব অফিস কক্ষে আলোচিত হত্যা মামলা ৪ জন আসামীকে জিঞ্জাসাবাদ শুরু কেরছ তদন্তকারি কর্মকতা সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক নন্দন কান্তি ধর। এ ঘটনায় ছাতক আওয়ামীলীগের দু’পক্ষের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে। গত রোববার মামলার তদন্তকারী কর্মকর্তা এসব আসামীদের বিরুদ্ধে ৭দিনের রিমান্ড প্রার্থনা করলে সুনামগঞ্জের আমলগ্রহনকারী জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ হেলাল উদ্দিন ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। অপর দিকে আসামী পক্ষের আইনজীবী রিমান্ডের অন্যান্যরা হলো মামলার প্রধান আসামী আব্দুল কদ্দুছ শিবলু, সাবেক স্বেচ্ছাসেবকলীগ নেতা সাদমান মাহমুদ সানি,বালু খেকা ইসতিয়াক রহমান তানভীর,ড্রেজার ডন আলাউদ্দিন। লায়েক হত্যা মামলায় এ পর্যন্ত ১৪ আসামী জেলহাজতে রয়েছে। বাদীর আইনজীবী হুমায়ুন মঞ্জুর চৌধুরী ৪ আসামী রিমান্ডের এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত ২৯ মার্চ রাতে ছাতক সদরের গনেশপুর খেয়াঘাটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নৃশংসভাবে খুন হন উপজেলা যুবলীগের সহ-সভাপতি লায়েক মিয়া। আধিপত্য বিস্তার নিয়ে সংঘটিত এ খুনের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন নিহতের ভাই আজিজুর ইসলাম রুমেল। এঘটনার প্রতিবাদে সমাবেশ,মানববন্ধন,বিক্ষাভ মিছলসহ নানা কমসুচি পালন করেছেন আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ছাত্রলীগ,কৃষক লীগ ও শ্রমিকলীগের নেতাকমীরা। এ ঘটনার জের ধরে পরবর্তীতে সুনামগঞ্জ-৫ আসনে সংসদ সদস্য মুহিবুর মানিক এবং ওই আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষনা স¤পাদক শামীম আহমদ চৌধুরীর বিরুদ্ধের আদালতে পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়। লায়েক হত্যাকান্ডের ঘটনায় এখানে দীর্ঘদিনের আওয়ামীলীগের দলীয় কোন্দল ক্রমেই প্রকট আকার ধারন করছে। এব্যাপারে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক নন্দন কান্তি ধর এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার সকাল থেকে ৪ আসামীকে ডিবির অফিস কক্ষে তাদেরকে জিঞ্জাসাবাদ শুরু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ