স্টাফ রিপোর্টার :
পুলিশ সুপার ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মো মিজানুর রহমান বিপিএম বলেছেন, সবাই মিলে চেষ্টা করলেই দেশ সমৃদ্ধ হবে। দেশটা আপনার আমার সকলেরই। সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। কোন বিশৃংখল জাতি উন্নতি করতে পারেনি, পারবেও না। দেশ প্রেম জাগ্রত করতে হবে। গত বুধবার রাত সাড়ে ৯ টায় শহীদ জগৎজোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সুনামগঞ্জ জেলা ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ আয়োজিত সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানে সম্বর্ধিত অতিথির বক্তব্য দান কালে তিনি এসব কথা বলেন। সুনামগঞ্জ জেলা ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সোহেল আহমদের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, ট্রাফিক ইন্সপেক্টর মহিবুল ইসলাম, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আহমদ নূর, সংগঠনের সহ সভাপতি মোছাদ্দেক আলী বাবলু, জাহের আলী, আব্দুল আউয়াল, যুগ্ম সম্পাদক নবীনুর মিয়া, হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক শোয়েব আহমদ, কার্যকরী সদস্য শফিক মিয়া, বিশ্বজিৎ, আতাউর, আবুল, আলম মিয়া, শাহীনুর ও সাজ্জাদ সহ সংগঠনের নেতৃবৃন্দ। পৌরসভার প্যানেল মেয়র আহমদ নূর বলেন একজন সৎ, ভাল পুলিশ অফিসার হিসেবে তিনি সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু বলেন পুলিশ সুপার ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি দীর্ঘ তিন বছর সুনামগঞ্জ জেলার দায়িত্ব পালন করেছেন। তার মাঝে সততা, মানবিকতা ও ¯পষ্ট বাদিতা লক্ষ্য করেছি। যা আজকাল অনেকের মাঝেই নেই। গরীব দুখী সাধারণ মানুষের প্রতি তার সমান দৃষ্টি ছিল। গত তিন বছর সুনামগঞ্জ জেলার আইন শৃংখলা পরিস্থিতি সন্তোষজনক ছিল। সুনামগঞ্জ জেলা ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সোহেল আহমদ তার বক্তব্যে বলেন আমরা আজ এমন একজন অভিভাবককে বিদায় দিচ্ছি যিনি শ্রমিকদের অধিকার আদায়ের জন্য সবসময় কথা বলতেন এবং শ্রমিকদের কল্যাণের জন্য প্রতিনিয়ত চিন্তাভাবনা করতেন তাই এই পুলিশ অভিভাবককে বিদায় দিতে আমাদের মন ভারাক্রান্ত হয়ে উঠেছেন। উনার ভবিষ্যৎ জীবন সফল হোক এই আমাদের কামনা। পরে সংগঠনের নেতৃবৃন্দ ও অতিথিগণ সম্বর্ধিত অতিথিকে ফুল ও ক্রেস্ট প্রদান করেন।