স্টাফ রিপোর্টারঃ
শান্তিগঞ্জে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কো¤পানী লিমিটেড (জনবীমা) এর বীমা গ্রাহক মৃত দিপু বিশ্বাস এর মৃত্যু দাবীর চেক প্রদান অনুষ্টান-২০২৩ ইং অনুষ্টিত হয়। মঙ্গলবার দুপুর ১২ ঘটিকায় উপজেলার শান্তিগঞ্জ ব্লক এর আয়োজনে জয়কলস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শান্তিগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্যোতির্ময় তালুকদার ঝন্টু এর সভাপতিত্বে ও শান্তিগঞ্জ ব্লক এর সহকারি জেনারেল ম্যানেজার বিপ্রেশ কান্তি দেব এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জোন এর ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মোঃ নুরুল আলম পাটুয়ারী। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, জেলা জোনের প্রধান মনোরঞ্জন সরকার,শান্তিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু সঈদ। অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোছাঃ লিপি আক্তার। এ সময় আরো উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত শিক্ষক গৌরাঙ্গ দাশ, ব্রাঞ্চ ম্যানেজার রিতা রাণী দাস,সুনিল চন্দ্র দাস, বীমা গ্রাহক শিখা দাস,অর্চনা রাণী দাস,মনফুল বেগম, জানকি বিশ্বাসসহ অসংখ্য গ্রাহকবৃন্দ প্রমুখ। আলোচনা সভা শেষে মৃত দিপু বিশ্বাসের পক্ষে ২০০০০০/= (দুই লক্ষ) টাকার মৃত্যু দাবি চেকটি তাহার নমীনী বেবী রাণী বিশ্বাস এর নিকট হস্তান্তর করেন অতিথিবৃন্দ।