তাহিরপুর প্রতিনিধিঃ-
তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ওয়াশ ব্লক উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকালে উপজেলা সদরের তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে সিএনআরএস কর্তৃক নির্মিত ওয়াশ ব্লক উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান ও সাধারণ স¤পাদক অমল কান্তি কর। পরে তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এ প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিনের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, সাধারণ স¤পাদক অমল কান্তি কর, যুগ্ম সাধারণ স¤পাদক আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ইয়াহিয়া তালুকদার প্রমূখ। এসময় উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, অভিভাবক, শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।